পিঠার টানে ঢাকা ছাড়লেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন ও নানান কর্মকাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে শীতের মৌসুমে পিঠা-পার্বণের আমেজ উপভোগ করতে ঢাকা ছেড়েছেন তিনি। পথিমধ্যে তোলা কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে জানান দিয়েছেন তার এই ভ্রমণের কথা।

ছবিতে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাদা রঙের একটি গাড়ির সামনে নেমে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন নায়িকা। কোথাও তাকে হাসিমুখে ভি সাইন দিতে দেখা যাচ্ছে, আবার কোথাও আনন্দে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। তার পরনে ছিল জিন্স, টি-শার্ট ও জ্যাকেট। পেছনের সবুজ গাছপালা ও নীল আকাশ ছবিগুলোকে আরও মনোরম করেছে।
ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!”
মুহূর্তেই এই পোস্ট ভক্তদের নজর কাড়ে এবং লাইক-কমেন্টে ভরে ওঠে। অনেকের ধারণা, তিনি হয়তো বরিশালের গ্রামের বাড়ির পথে-সেখানেই শীতের পিঠা উপভোগ করতে যাচ্ছেন।
ভিওডি বাংলা/জা







