• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বের গড় উচ্চতার তালিকায় শীর্ষে নেদারল্যান্ডস

লাইফস্টাইল    ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত বৈশ্বিক গড় উচ্চতা -ছবি: সংগৃহীত

জাতি, ভৌগোলিক অবস্থান, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার সামগ্রিক মানসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় উচ্চতায় উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৫ সালের বৈশ্বিক গড় উচ্চতার তালিকা প্রকাশ করেছে, যেখানে ইউরোপীয় দেশগুলো এখনও শীর্ষস্থান দখল করে আছে।

তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। দেশটিতে পুরুষদের গড় উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি এবং নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি-যা বিশ্বে সর্বোচ্চ। এই পরিসংখ্যান ইঙ্গিত করে যে উন্নত পুষ্টি, স্বাস্থ্যসেবা ও জীবনমান শারীরিক বৈশিষ্ট্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

ডাচদের পরেই দীর্ঘতম গড় উচ্চতার তালিকায় রয়েছে ইউরোপের বেশ কিছু দেশ, বিশেষ করে বলকান ও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। মন্টিনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, ডেনমার্ক এবং আইসল্যান্ডে পুরুষদের গড় উচ্চতা ৬ ফুটের কাছাকাছি। এসব দেশের নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৬ থেকে ৫ ফুট ৭ ইঞ্চির মধ্যে।

পোল্যান্ড, লিথুয়ানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র এবং লাটভিয়ার পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু দেশে গড় উচ্চতা তুলনামূলকভাবে কম। পূর্ব তিমুরে পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং নারীদের গড় উচ্চতা ৫ ফুট-যা তালিকার সর্বনিম্ন। এসব দেশের জনসংখ্যা সাধারণত পুষ্টি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

বাংলাদেশ, নেপাল, ইয়েমেন, কম্বোডিয়া, ফিলিপাইন, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মধ্যে। বাংলাদেশ ও নেপালে নারীদের গড় উচ্চতা ৫ ফুট বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এই পরিসংখ্যান বৈশ্বিক পুষ্টি ও স্বাস্থ্যসেবার বৈষম্যের চিত্র তুলে ধরে। লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার নারীদের গড় উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি, যা এ তালিকায় সর্বনিম্ন।

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইবেরিয়ার পাহাড়চূড়ায় বিশ্বের সবচেয়ে ভয়ংকর টয়লেট
সাইবেরিয়ার পাহাড়চূড়ায় বিশ্বের সবচেয়ে ভয়ংকর টয়লেট
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু বেগুন-টমেটোর ভর্তা
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু বেগুন-টমেটোর ভর্তা