• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশজুড়ে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এ.এম.
ভারত থেকে আমদানির খবরেই হিলি বাজারে নেমেছে পেঁয়াজের দাম-ছবি-ভিওডি বাংলা

দেশজুড়ে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পাওয়ার পর দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে জানা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১০০ টাকায় এবং দেশি শুকনো মানের পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, মোকামে দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমদানিকারকেরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, “আমাদের দেশেই পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। নিয়মিত বাজার মনিটরিং হলেই দাম স্থিতিশীল থাকবে।” তাদের মতে, দেশি পেঁয়াজের দাম ৫০–৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩০ টাকার মধ্যে হলে ক্রেতাদের জন্য সুবিধা হয়।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, “ভারত থেকে আমদানির খবরেই দেশের বিভিন্ন মোকামে দাম কমেছে। ফলে আমরা কম দামে কিনে খুচরা বাজারেও কম দামে বিক্রি করছি। বর্তমানে হিলিতে পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।”

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি (ইমপোর্ট পারমিট) পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি আরও বলেন, “আইপি উন্মুক্ত করা হলে বাজারে দাম আরও কমে আসবে।”

উল্লেখ্য, চলতি বছরের ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর আবারও আমদানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০০ টাকার নতুন নোট
৫০০ টাকার নতুন নোট
আইনগত ভিত্তি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
আইনগত ভিত্তি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
দ্রুততম সময়ে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি
দ্রুততম সময়ে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি