• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন রূপে ফিরছেন চিত্র চিত্রনায়িকা

বিনোদন ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পি.এম.
চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

চিত্রনায়িকা অপু বিশ্বাস আসছেন একদম নতুন রূপে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, এবার দর্শকরা দেখতে পাবেন এক ‘ভিন্ন অপু বিশ্বাস’—যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিণত, বেশি প্রস্তুত।

অপু বিশ্বাস বলেন, “এবার দর্শকরা এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছেন। আমি নিশ্চিত, তারা পরিবর্তনটা বুঝতে পারবেন। বিগত দিনে আমরা অনেক সময় সর্বোচ্চটা দিতে পারি না, কিন্তু এবার আমি নিজেকে নতুনভাবে হাজির করছি।”

চিত্রনায়িকা চিত্র চিত্রনায়িকা।

পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও জানান, “জিমে নিয়মিত সময় দিচ্ছি—এটা দর্শকদের চোখে পড়েছে। তবে কতটা নতুনভাবে ফিরছি, সেটা সিনেমা দেখে তবেই বুঝতে পারবেন। ‘দুর্বার’ ছবির মাধ্যমে সত্যিকারের নতুন অপু বিশ্বাসকে দেখবেন সবাই।”

নিজের বর্তমান টিম নিয়ে প্রশংসার সুরে অপু বলেন, “আমি নিজেকে লাকি আর্টিস্ট মনে করি। এবার যে টিমটা পেয়েছি, তা শুধু টিম নয়—একটা পরিবার।”

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিততা পান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
ছেলের জন্যই লড়াই, ক্যানসারের বিরুদ্ধে দীপিকা কক্কর
ছেলের জন্যই লড়াই, ক্যানসারের বিরুদ্ধে দীপিকা কক্কর
ক্যান্সারে স্বামী হারালেন অভিনেত্রী নূতন
ক্যান্সারে স্বামী হারালেন অভিনেত্রী নূতন