‘দম’ সিনেমার শুটিংয়ে মাইনাস ২ ডিগ্রিতে রেদওয়ান রনির দল

চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি পরিচালনা করছেন ‘দম’ শিরোনামের সিনেমা। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরী। কাজাখস্তানের কঠিন আবহাওয়া ও দুর্গম লোকেশনে মাইনাস টু ডিগ্রি তাপমাত্রায় একটানা সপ্তাহখানেক শুটিং শেষে ৬ ডিসেম্বর দেশে ফিরেছে টিম ‘দম’।
পরিচালক রেদওয়ান রনি বলেন, “সিনেমার শুটিং শুরু হয়েছে কাজাখস্তানে। সেখানে আমরা বেশ দুর্গম স্থানে কাজ করেছি, আবহাওয়াও ছিল প্রতিকূল। গল্পের প্রয়োজন অনুযায়ী লোকেশন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করে শুটিং শেষ করতে পেরেছি। এবার দেশের শুটিংয়ের প্রস্তুতি নেব।”
এই শুটিং অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না বলে জানান অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, “জীবনে এত লম্বা জার্নি আগে করিনি। ট্রানজিট আর টানা ভ্রমণে হাঁপিয়ে উঠেছিলাম। মাইনাস টু তাপমাত্রা, কিন্তু অনুভূতি ছিল আরও কম। এত ঠান্ডায় এর আগে শুটিং করিনি—দম আমাকে অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে।”
বিদেশের শুটিং শেষে ইউনিট এখন বিশ্রামে আছে।পরবর্তীতে দেশের শুটিং শুরু হবে; তবে তার সময় এখনো চূড়ান্ত হয়নি।
২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা আসে ‘দম’ নির্মাণের। প্রথম থেকেই এতে যুক্ত ছিলেন চঞ্চল চৌধুরী। এ বছরের জুলাইয়ে যুক্ত হন আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনয়শিল্পী পূজা চেরীকে। পালকিতে চড়ে মহরতে এসে তিনি বাড়তি আকর্ষণ তৈরি করেন।
পূজা চেরী বলেন, “দম’ আমার অভিনয়জীবনের মতো নতুন শুরু। গল্প ও চরিত্র দুটিই বড় চ্যালেঞ্জের। দর্শক সিনেমা দেখলে বুঝতে পারবেন কেন এমন বলছি।”
যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই ফোন করে জানিয়েছিলেন রনি ভাই ফোন করবেন। কয়েক দিন পর অডিশনের কথা বলেন। আমি আগে থেকেই ‘দম’-এ কাজ করতে চেয়েছিলাম। অডিশনের পর যখন জানলাম চূড়ান্ত হয়েছি, আনন্দে খাওয়া-দাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল।”
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। প্রযোজনায় আছে এসভিএফ, আলফাআই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
ভিওডি বাংলা/জা







