ডিসেম্বরে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: ৮ দিনে ১ বিলিয়ন ডলার

চলতি মাসের শুরুতে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার। এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে রেমিট্যান্স ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতি আনতে বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনেছে। এ সময় প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ২৭ থেকে ১২২ টাকা ২৯ পয়সা। চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ক্রয় দাঁড়িয়েছে ২ হাজার ৫১৪ মিলিয়ন বা আড়াই বিলিয়ন ডলার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ ডিসেম্বর সময়ে দেশে এসেছে ১০০ কোটি ডলার রেমিট্যান্স। এর মধ্যে ৮ ডিসেম্বর একদিনেই এসেছে ১৩ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ডলার—অর্থাৎ রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০৪ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯৬ কোটি ডলার, যা প্রবৃদ্ধি ১৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নত সেবা রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।
এদিকে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
ভিওডি বাংলা/ আরিফ







