জন্মদিনে শেয়ার করলেন শুটিংয়ের কষ্টসাধ্য অভিজ্ঞতা

আফরান নিশো কাজাখস্তানের কঠিন আবহাওয়া, দুর্গম লোকেশন ও শারীরিক ঝুঁকি পেরিয়ে ‘দম’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করেছেন। দেশে ফিরে ৮ ডিসেম্বর ভক্তদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি শেয়ার করেন সেই অভিজ্ঞতা।
শুরুতে সৌদি আরব ও জর্ডানকে লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত শুটিং হয়েছিল কাজাখস্তানে। পরিচালক রেদওয়ান রনি ও পুরো টিম টানা কয়েকদিন কাজ করার পর ৬ ডিসেম্বর দেশে ফেরেন।
নিশো বলেন, “দম-এর মতো সিনেমার দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমরা চাই ভালো গল্প, ভালো কাজ।”
তিনি জানান, শুটিং চলাকালীন হাত-পা কেটে গেছে, তবুও শিডিউল বজায় রাখতে শুটিং থামানো হয়নি। “১০ মিনিট বিরতিই মানে পুরো দিনের শিডিউল ফেলে দেওয়া। তাই যাই হোক, চালিয়ে যেতে হয়েছে।”
কাজাখস্তানের কঠিন আবহাওয়া প্রসঙ্গে নিশো বলেন, “দুপুর দুইটার পর সূর্যের আলো নেই। তাই সকাল থেকেই কাজ করতে হয়েছে। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু গর্বের বিষয়—একটিও অতিরিক্ত দিন লাগেনি।”
নির্মাতা বা শিল্পীরা সিনেমার গল্প বা নির্মাণশৈলী সম্পর্কে বিস্তারিত জানাননি। তবে নিশো ইঙ্গিত দিয়েছেন—বাংলাদেশি মূলধারার সিনেমায় এমন নির্মাণশৈলী আগে দেখা যায়নি।
‘দম’-এ আফরান নিশোর সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, নায়িকা হিসেবে পূজা চেরি। সব পরিকল্পনা অনুযায়ী চললে সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে।
ভিওডি বাংলা/ আ







