• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুসুম শিকদার

‘সুগার মামি হওয়ার বয়স এখন!’

বিনোদন ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পি.এম.
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। সংগৃহীত ছবি

শোবিজের তারকাদের ঝলমলে জীবন দেখে অনেকেই ধরে নেন, অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে অবশ্যই কোনো পুরুষের সাহায্য থাকে। সম্প্রতি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার।

একটি টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্ন, “তুমি কি সুগার মামি হতে চাও?” শুনে রসিকতা করে কুসুম বলেন, “ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল—আমার অনেক সুগার ড্যাডি আছে। তখন বলেছিলাম, সুগার ড্যাডির সময় কি এখনো আছে? এখন তো সুগার মামি হওয়ার বয়স!”

কুসুম শিকদার।

তিনি আরও বলেন, “এগুলো খুব বোকা কথা। যারা জানে না, তারাই এমন অনুমান করে। নতুন দর্শকরা আমার পোশাক বা গয়না দেখে ভাবতে পারেন, নিশ্চয়ই কারও সাহায্য আছে। কিন্তু আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করছি। মিডিয়ায় ২৩-২৫ বছর কাজ করেছি—অর্থনৈতিক স্বচ্ছলতা আমার নিজের পরিশ্রমের ফল।”

দীর্ঘদিন ধরে অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া কুসুম বড় ও ছোট পর্দা দুই জায়গাতেই সমান সফল। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি নতুন লুক বা ভিন্ন অবতারে হাজির হলে মুগ্ধতা ছড়ান।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনে শেয়ার করলেন শুটিংয়ের কষ্টসাধ্য অভিজ্ঞতা
জন্মদিনে শেয়ার করলেন শুটিংয়ের কষ্টসাধ্য অভিজ্ঞতা
এফডিসিতে বন্ধ হচ্ছে শুটিং, শুধু গবেষণা চলবে : তথ্য উপদেষ্টা
এফডিসিতে বন্ধ হচ্ছে শুটিং, শুধু গবেষণা চলবে : তথ্য উপদেষ্টা
বলিউড ছাড়লেন রিয়া, তবুও বছরে আয় কোটি টাকা
বলিউড ছাড়লেন রিয়া, তবুও বছরে আয় কোটি টাকা