স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক ধাপে ৩ হাজার ৪৪২ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৪ ডিসেম্বর) থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ভিওডি বাংলা/ আরিফ







