দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা: আসিফ মাহমুদ

চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা একাত্তরে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে দেশকে মেধাহীন করার চেষ্টা করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অনুযায়ী স্বাধীনতার ৫৪ বছর পরও জাতির প্রাপ্তি প্রত্যাশার তুলনায় অনেক কম।
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরও একই কৌশলে দেশকে নেতৃত্বশূন্য করতে চেষ্টা চালানো হচ্ছে। ওসমান হাদির ওপর হামলা সেই ধারাবাহিকতারই অংশ। একাত্তরে যেভাবে হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও জুলাইয়ের পরাজিত ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে।
সজীব ভূঁইয়া বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বুদ্বিজীবীদের হত্যা করে দেশকে মেধাহীন করতে চেয়েছিল, তেমনি সম্প্রতি হাদিকে হত্যা করে দেশকে মেধাহীন করতে চাচ্ছে জুলাইয়ের পরাজিত শক্তি। অনেককে হিট লিস্টে রাখা হয়েছে। একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছে, তেমনি এবারও এই ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে।’
ভিওডি বাংলা/জা







