টাক পড়া সমস্যা নিয়ে আর দুঃখ থাকবে না

মাথাভর্তি ঘন কালো চুল বাঙালির সৌন্দর্যের প্রতীক। চুল ঝরে গিয়ে টাক পড়া শুরু হলে অনেকেই মানসিক চাপ ও হীনম্মন্যতার শিকার হন। প্রচলিত টুপি বা পরচুলা এই সমস্যা ঢাকতে পারলেও স্থায়ী সমাধান দেয় না।
এবার আয়ারল্যান্ডের একটি ওষুধ নির্মাতা সংস্থা জানিয়েছে, ব্রণ সারাতে ব্যবহৃত ‘ক্ল্যাসকোটেরন’ ওষুধটি টাক পড়ার সমস্যা কমাতে সাহায্য করতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চুল পড়ার সমস্যা ‘অ্যালোপেসিয়া’ নামে পরিচিত। অ্যান্ড্রোজেন ও ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের তারতম্যই মূলত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার জন্য দায়ী। এতে প্রথমে কপালের ধারে চুল ওঠা শুরু হয় এবং পরে মাথার উপরের অংশ কেশশূন্য হয়ে যায়।
গবেষকদের দাবি, ক্লিনিকাল ট্রায়ালে প্রায় ১৫০০ পুরুষের ওপর এই ওষুধের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের পরীক্ষা সফল হয়েছে। ওষুধটি শুধু ত্বকের সংক্রমণ কমায় না, চুল পড়ার সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমায়।
গবেষকরা আশাবাদী, যদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদন দেয়, তবে এটি শীঘ্রই বাজারে আসবে এবং অ্যালোপেসিয়া আক্রান্তদের জন্য নতুন আশা বয়ে আনবে।
ভিওডি বাংলা/জা







