• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘুম ভাঙতেই বুকে ব্যথা, অবহেলা নয়

লাইফস্টাইল    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ঘুম থেকে উঠেই বুকে ব্যথা - ছবি: সংগৃহীত

ঘুম থেকে উঠেই হঠাৎ বুকে ব্যথা বা অস্বস্তি অনুভব করলে অনেকেই একে গ্যাস্ট্রিক, মানসিক চাপ কিংবা ঘুমের ভঙ্গির সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, বুকের ব্যথা কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এর পেছনে যেমন সাধারণ কারণ থাকতে পারে, তেমনি লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী রোগও।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘুম ভাঙার সময় বুকের ব্যথার পেছনে কয়েক ধরনের কারণ থাকতে পারে।

হার্টসংক্রান্ত কারণ

হৃদযন্ত্রে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে বুকের মাঝখানে চাপ বা ব্যথা অনুভূত হতে পারে। ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল কমে গেলে হঠাৎ ব্যথা দেখা দেয়। আবার হৃদযন্ত্রের পেশি বা চারপাশের আবরণে প্রদাহ থাকলেও শুয়ে থাকা অবস্থায় ব্যথা বেড়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে প্রধান ধমনী ক্ষতিগ্রস্ত হলে তীব্র ও বিপজ্জনক ব্যথা দেখা দেয়।

হজম-সম্পর্কিত কারণ

অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুকজ্বালার সঙ্গে চাপ বা ব্যথা অনুভূত হয়, যা অনেক সময় হার্টের ব্যথার মতো মনে হয়। খাবার গিলতে সমস্যা, প্যানক্রিয়াস বা পিত্তথলির সমস্যার ব্যথাও বুকে ছড়িয়ে পড়তে পারে।

শ্বাসতন্ত্রজনিত কারণ

ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধলে হঠাৎ বুকব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ফুসফুসে প্রদাহ, উচ্চ রক্তচাপ কিংবা ফুসফুসে বাতাস জমে গেলেও গভীর শ্বাস বা কাশির সময় ব্যথা বাড়তে পারে।

অন্যান্য কারণ

পাঁজরের হাড় ও কার্টিলেজে প্রদাহ, হঠাৎ আতঙ্ক বা প্যানিক অ্যাটাক, এমনকি ঘুমের সময় শরীরের ভুল ভঙ্গি বা পুরোনো আঘাত থেকেও বুকের ব্যথা হতে পারে।

কখন জরুরি চিকিৎসা নেবেন

চিকিৎসকদের পরামর্শ-যদি বুকের ব্যথা হঠাৎ শুরু হয়, তীব্র হয়, কয়েক মিনিটের বেশি স্থায়ী থাকে অথবা সঙ্গে শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙতেই বুকের ব্যথা সবসময় হার্টের সমস্যার ইঙ্গিত না হলেও, সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সূত্র : হেলথলাইন

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর সহজ টিপস
শীতে বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর সহজ টিপস
শরীরচর্চার বিকল্প? হরর সিনেমা দেখলেই পোড়বে ক্যালরি
শরীরচর্চার বিকল্প? হরর সিনেমা দেখলেই পোড়বে ক্যালরি
বিশ্বের গড় উচ্চতার তালিকায় শীর্ষে নেদারল্যান্ডস
বিশ্বের গড় উচ্চতার তালিকায় শীর্ষে নেদারল্যান্ডস