মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক

আইপিএলের ২০২৬ আসর থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে তিনি ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন।
শনিবার বিসিসিআইয়ের নির্দেশনার পরপরই মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অথচ এর আগে, গত ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি মূল্যে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’
এদিকেক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগামী মার্চ-মে মাসে অনুষ্ঠেয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাকে জানিয়েছেন বলে লিখেছেন তার ফেসবুক পোস্টে। একই বিষয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানাবেন বলেছেন ফারুকীও।
এই সিদ্ধান্ত ঘিরে দেশের ক্রীড়াঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিপুল অর্থে কেনা একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে হঠাৎ করে বাদ দেওয়ার পেছনে বিসিসিআইয়ের ভূমিকা কতটা ন্যায়সঙ্গত।
ভিওডি বাংলা/ এমএম






