• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কানের পর্দা ফেটে যাওয়ার চিকিৎসা

লাইফস্টাইল    ৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কান আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শ্রবণশক্তির পাশাপাশি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে অসতর্কতা বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে কানের পর্দা বা টিম্পানিক ঝিল্লি ফেটে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে।

এই পাতলা ঝিল্লিটি বাইরের কান ও মধ্য কানের মাঝখানে অবস্থান করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। এটি ক্ষতিগ্রস্ত হলে শ্রবণশক্তি হ্রাস পায় এবং কানের ভেতরে নানা জটিলতা সৃষ্টি হতে পারে।

কানের পর্দা ফেটে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এই ঝুঁকি বেশি।

এছাড়া হঠাৎ বিকট বা উচ্চ শব্দ, শারীরিক আঘাত, কিংবা দুর্ঘটনাজনিত চাপ কানের ঝিল্লিতে আঘাত করে তা ফাটিয়ে দিতে পারে। অনেকেই কান চুলকাতে গিয়ে ইয়ারবাড, দেশলাইয়ের কাঠি বা ধারালো বস্তু ব্যবহার করেন, যা অসাবধানতাবশত কানের পর্দার মারাত্মক ক্ষতি করতে পারে।

কানের পর্দা ফেটে গেলে সাধারণত কানে তীব্র ব্যথা হয়। এর পাশাপাশি কান দিয়ে পানি পড়া, শ্রবণশক্তি কমে যাওয়া, কানে গরম অনুভূতি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এসব লক্ষণ একত্রে বা আলাদাভাবে প্রকাশ পায়।

প্রাথমিকভাবে কানে তীব্র ব্যথা হলে গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে হালকা সেক দেওয়া যেতে পারে। তবে কান দিয়ে পানি পড়লে বা ব্যথা দীর্ঘস্থায়ী হলে দেরি না করে অবশ্যই নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

বর্তমানে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কানের পর্দা পুনরুদ্ধারের জন্য ‘টিম্পানোপ্লাস্টি’ নামের একটি অস্ত্রোপচার পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ঝিল্লিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে কানের পর্দা ফেটে যাওয়ার মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার পছন্দের শাড়ি ছিল ইতালি শিফন ও জর্জেট
খালেদা জিয়ার পছন্দের শাড়ি ছিল ইতালি শিফন ও জর্জেট
শীতকালে লোশন ব্যবহারে ত্বক হয় নরম, মসৃণ ও আর্দ্র
শীতকালে লোশন ব্যবহারে ত্বক হয় নরম, মসৃণ ও আর্দ্র
শীতে রান্নাঘরে তেলাপোকা?
শীতে রান্নাঘরে তেলাপোকা?