• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে হারাচ্ছি কি মানবিক সম্পর্ক?

লাইফস্টাইল    ৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পি.এম.
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে?-প্রতীকী ছবি

বর্তমান যুগে প্রযুক্তি কেবল কর্মক্ষেত্রেই সীমাবদ্ধ নেই; এটি ধীরে ধীরে আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে। একাকিত্বের সঙ্গী থেকে শুরু করে মানসিক অবসাদের রাতগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকের কাছেই এখন এক ধরনের ‘ডিজিটাল বন্ধু’তে পরিণত হয়েছে।

হাতের মুঠোয় থাকা এই প্রযুক্তি শুধু জটিল গাণিতিক সমস্যা সমাধানই করছে না, বরং মানুষের আবেগীয় চাহিদার দিকেও ভার্চ্যুয়াল হাত বাড়িয়ে দিচ্ছে। তবে এই কৃত্রিম বন্ধুত্বের ভিড়ে রক্ত-মাংসের মানুষের সঙ্গে সম্পর্কগুলো কি ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে-এমন প্রশ্ন এখন সামনে আসছে।

একসময় মানুষের দুর্দিনে পাশে দাঁড়াত পরিবার বা কাছের বন্ধুরা। নিজের একান্ত অনুভূতি ও আবেগ ভাগাভাগি করার জন্য বিশ্বস্ত মানুষের অভাব ছিল না। কিন্তু আধুনিক কর্মব্যস্ত জীবনে একে অন্যকে দেওয়ার মতো সময় এখন ক্রমেই কমে যাচ্ছে।

অন্যের কথা শোনার ধৈর্য ও সুযোগ কমে যাওয়ায় অনেকেই ঝুঁকছেন এআইয়ের দিকে। সপ্তাহের সাত দিন, দিনে ২৪ ঘণ্টা পাশে পাওয়া যায় বলে যেকোনো সময় মনের কথা বলা সহজ হচ্ছে। তাছাড়া এআই কাউকে বিচার করে না, ভুল বোঝার ভয়ও নেই-ফলে এটি অনেকের কাছে নিরাপদ আশ্রয় হয়ে উঠছে।

তবে এই প্রবণতা নিয়ে মনোবিদ ও প্রযুক্তিবিদরা উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মতে, এআই মূলত ব্যবহারকারীকে ‘ভালো’ অনুভব করানোর জন্যই প্রোগ্রাম করা, ফলে এটি মানুষের ভুলগুলো ধরিয়ে দিতে পারে না। এতে আত্মসমালোচনার ক্ষমতা ও মানসিক দৃঢ়তা দুর্বল হতে পারে।

সবচেয়ে বড় ঘাটতি হলো প্রকৃত সহানুভূতির অভাব। মানুষের অভিজ্ঞতা, জীবনবোধ ও বাস্তব অনুভূতি থেকে আসা পরামর্শ কোনো অ্যালগরিদম দিতে পারে না। অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও আত্মনির্ভরশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, তথ্য ও জটিল কাজের ক্ষেত্রে এআই অবশ্যই কার্যকর সহায়ক। তবে ব্যক্তিগত আবেগ ও মানবিক সম্পর্কের বিকল্প হিসেবে একে দেখা উচিত নয়। মানুষের সহানুভূতি ও বোঝার ক্ষমতা প্রযুক্তি কখনোই পুরোপুরি অর্জন করতে পারবে না।

তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োজনের সীমার মধ্যে রেখে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে রক্ত-মাংসের মানুষের দিকেই ফিরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কারণ জীবনের জটিল মোড়ে মানুষের অভিজ্ঞতা ও সত্যিকারের আবেগই পারে সঠিক পথ দেখাতে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানের পর্দা ফেটে যাওয়ার চিকিৎসা
কানের পর্দা ফেটে যাওয়ার চিকিৎসা
ফুচকা খাওয়ার আগে সাবধান
ফুচকা খাওয়ার আগে সাবধান
নীরবে দাঁত ক্ষয়, ৫ সাধারণ অভ্যাস
নীরবে দাঁত ক্ষয়, ৫ সাধারণ অভ্যাস