• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচর

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১০ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর জেলার শিবচরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবুল বাসার সিদ্দিকীর সভাপতিত্বে এবং ঢাকা কলেজে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিনের সঞ্চালনায় বাসার সিদ্দিকীর নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাদিরা আক্তার। 

বিভিন্ন বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। বক্তারা তাদের বক্তব্যের স্মৃতিচারণ করে প্রিয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে ভোট চান।

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রসঙ্গে কথা বলেন, ফ্যামেলি কার্ড ও কৃষি কার্ডের সুযোগ-সুবিধা, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবা কার্ড নিয়ে বিস্তারিত তথ্য, ইমাম ও মোয়াজ্জিনের সুযোগ সুবিধার পরিকল্পনা তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সোহেল রানা, শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন, নাদিরা আক্তার বিএনপি মনোনীত এমপি প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবু জাফর হোসাইন মোহাম্মদ চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মোঃ সোহেল রানা, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও নবগঠিত শিবচর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মোঃ জহের গোমস্তা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আবদুল হান্নান মিয়া, সদস্য মোঃ মোতাহার হোসেন হাওলাদার, সদস্য দিপু হাওলাদার, আজমল হুদা চৌধুরী ইথু, শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হেমায়েত হোসেন খান, সদস্য ইমতিয়ার চৌধুরী, শিবচর উপজেলা যুবদলের সভাপতি মোঃ বাকাউল করিম খান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসির উদ্দীন বেপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান খান মিলন, সাবেক যুবদল নেতা জামাল বেপারী, শাহীন গোমস্তা, মহিন বেপারী, ছাত্রনেতা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান আব্দুল্লাহসহ শিবচর উপজেলা বিভিন্ন ইউনিয়নেরর বিএনপির সভাপতি, কৃষকদল ওলামা দল, যুবদল, ও ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। 

আহসান হাবীব/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন
মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ
আহত ৪ মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ
খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল
নলছিটি বিএনপি খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল