• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রচণ্ড শীতেও ট্যাংকের পানি গরম রাখার পদ্ধতি

লাইফস্টাইল    ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পি.এম.
ঘরোয়া উপায়ে ট্যাংক পুরু স্তরে জড়িয়ে রাখা -ছবি-ভিওডি বাংলা

শীতের সকালে ঘুম থেকে উঠেই যদি ট্যাপের পানি বরফ ঠাণ্ডা লাগে, তা সাধারণ কাজকর্মকেও জটিল করে তোলে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে যেখানে গিজার বা ইমারসন রড ব্যবহার করা ব্যয়বহুল এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচের চিন্তা থাকে, সেখানে সকালবেলা গোসল করাও হয়ে যায় বড় চ্যালেঞ্জ। তবে কিছু সহজ ঘরোয়া ও বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করলে বাড়তি খরচ ছাড়া ট্যাংকের পানি দীর্ঘক্ষণ উষ্ণ রাখা সম্ভব।

শীতের সবচেয়ে বড় সমস্যা হলো পানি দ্রুত ঠাণ্ডা হয়ে যাওয়া। তাই প্রথমেই ট্যাংকের অবস্থান ও পরিবেশ ঠিক রাখা জরুরি। খোলা ছাদে থাকা ট্যাংকের চারপাশে থার্মোকল বা পুরু তাপনিরোধক ব্যবহার করলে এটি বাইরের ঠাণ্ডা বাতাস থেকে সুরক্ষা পায় এবং ভেতরের তাপমাত্রা দীর্ঘক্ষণ ধরে রাখা যায়। থার্মোকল এমনভাবে কাজ করে, যেন ট্যাংকের চারপাশে একটি সোয়েটারের মতো স্তর তৈরি হয়। 

বাড়িতে থাকা ব্যবহার করা বাবল এই কাজে বেশ কার্যকর। প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত এই বাবলগুলো বাতাস ভর্তি থাকে, যা ট্যাংকের চারপাশে প্রাকৃতিক হিটিং সিস্টেমের মতো কাজ করে। ট্যাংককে দুই-তিন স্তরে মুড়িয়ে রাখলে ঠাণ্ডা বাতাস সরাসরি ট্যাংকের দেয়ালে পৌঁছাতে পারে না এবং পানি দীর্ঘ সময় উষ্ণ থাকে।

শীতের শিশির ও ঠাণ্ডা হাওয়ার হাত থেকে ট্যাংককে রক্ষা করাও জরুরি। ছাদের ট্যাংক সরাসরি খোলা থাকলে তা দ্রুত ঠাণ্ডা হয়ে যায়। তাই টারপলিন, কাঠের শেড বা টিনের শেড ব্যবহার করা যেতে পারে। গ্রামীণ এলাকায় প্রচলিত পদ্ধতিতে মোটা কাপড় বা পুরনো চট দিয়ে ঢেকে রাখলেও পানির তাপমাত্রা ধরে রাখা সম্ভব।

বিজ্ঞানের সহজ নিয়মও কাজে লাগে। কালো বা গাঢ় রঙের বস্তু সূর্যের আলো থেকে তাপ বেশি শোষণ করে। তাই ট্যাংক যদি কালো, গাঢ় নীল বা বাদামি রঙের হয়, তা দিনে সূর্যের আলো থেকে তাপ শোষণ করে পানি গরম রাখতে সাহায্য করে। এছাড়া ট্যাংকটি ছাদের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল স্থানে রাখলে সারাদিনের সৌরশক্তি পানিকে উল্লেখযোগ্যভাবে গরম রাখতে পারে।

রাতের সময় তাপ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রাতে ট্যাংক ঢেকে রাখলে পরের সকালেও তুলনামূলক উষ্ণ পানি পাওয়া সম্ভব। ঘরোয়া এই পদ্ধতিগুলোতে বাড়তি বিদ্যুৎ খরচ বা গ্যাস ব্যবহার করার প্রয়োজন নেই।

শীতকালে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে আরও কিছু পরামর্শ আছে। ট্যাংকের পানির উপরে একটি পাতলা কাপড় বা ঢাকনা রাখলে তাপের ক্ষতি কম হয়। এছাড়া ট্যাংকের পাশে কোনো হাওয়া প্রবাহ সীমিত করতে প্রাচীর বা বাঁশের প্যানেল ব্যবহার করা যায়। ছোট ছোট ঘরোয়া পদ্ধতিতে সামান্য সময় ব্যয় করেও পানি উষ্ণ রাখা যায়।

এই সব কৌশল ব্যবহার করলে শুধু ঘরোয়া জীবন সহজ হয় না, বরং বিদ্যুৎ ও গ্যাসের বিলও কমানো সম্ভব। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি একটি সাশ্রয়ী ও বাস্তবসম্মত সমাধান। প্রচণ্ড শীতেও সকালে গোসলের জন্য পানির ঠাণ্ডার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, আর ঘরটি থাকে আরও আরামদায়ক।

অতএব, শীতের সময় ট্যাংকের পানি উষ্ণ রাখতে থার্মোকল বা বাবল ব্যবহার, রৌদ্রোজ্জ্বল স্থানে ট্যাংক রাখা, কালো বা গাঢ় রঙের ট্যাংক নির্বাচন, এবং রাতে ঢেকে রাখা-এই সহজ ঘরোয়া কৌশলগুলো গ্রহণ করলে স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক শীতকালীন জীবন যাপন সম্ভব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানের পর্দা ফেটে যাওয়ার চিকিৎসা
কানের পর্দা ফেটে যাওয়ার চিকিৎসা
ফুচকা খাওয়ার আগে সাবধান
ফুচকা খাওয়ার আগে সাবধান
নীরবে দাঁত ক্ষয়, ৫ সাধারণ অভ্যাস
নীরবে দাঁত ক্ষয়, ৫ সাধারণ অভ্যাস