• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ কেন বাড়ছে ‘সাইলেন্ট ডিভোর্স’

লাইফস্টাইল    ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পি.এম.
আইনি বিচ্ছেদ ছাড়াই মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন অনেক দম্পতি -ছবি: সংগৃহীত

ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ বলতে আমরা সাধারণত আইনি লড়াই বা আলাদা থাকার বিষয়টিকেই বুঝি। কিন্তু সাম্প্রতিক সময়ে দাম্পত্য জীবনে এমন এক নীরব সংকট তৈরি হচ্ছে, যেখানে স্বামী-স্ত্রী আইনি বিচ্ছেদ না করেও মানসিক ও আবেগগতভাবে আলাদা হয়ে যাচ্ছেন। সমাজবিজ্ঞানীরা এই পরিস্থিতিকে বলছেন ‘সাইলেন্ট ডিভোর্স’ বা নীরব বিচ্ছেদ।

একই বাড়িতে বসবাস, সমাজের চোখে স্বামী-স্ত্রী পরিচয়-কিন্তু বাস্তবে তাদের মধ্যে নেই কোনো আবেগিক বা শারীরিক সংযোগ। এখানে বিচ্ছেদ ঘটে আইনি নথিতে নয়, বরং মনের গভীরে নিঃশব্দে। সম্পর্কের এই শূন্যতাকেই বলা হচ্ছে ‘সাইলেন্ট ডিভোর্স’।

সাইলেন্ট ডিভোর্স বৃদ্ধির পেছনে রয়েছে দৈনন্দিন জীবনের অতিরিক্ত ব্যস্ততা, পারস্পরিক দায়বদ্ধতার অভাব, একে অপরের প্রতি অবহেলা এবং দীর্ঘদিন ধরে মনের কথা ভাগ করে না নেওয়ার প্রবণতা। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার জায়গাটি ফাঁকা হয়ে যায়। একসময় কথা বলার ভাষাটাই হারিয়ে যায়-আর যখন কথা হয়, তখন তা রূপ নেয় তিক্ততায়।

এই অবস্থায় বিবাদ এড়াতে দম্পতিরা নিজেদের গুটিয়ে নেন। একই ছাদের নিচে থেকেও তারা কার্যত আলাদা জীবন যাপন করতে শুরু করেন। ভালোবাসা না থাকলেও সামাজিক চাপ, অভ্যাস এবং নিরাপত্তার কারণে সম্পর্কটি টিকিয়ে রাখেন।

তবে প্রশ্ন হলো-ভালো না থাকা সত্ত্বেও কেন তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটেন না?

বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ সন্তানদের ভবিষ্যৎ। অনেকেই চান না পারিবারিক ভাঙনের প্রভাব সন্তানের মানসিকতায় পড়ুক। এছাড়া আর্থিক অনিশ্চয়তা, নতুন করে জীবন শুরু করার ভয় এবং সমাজের দৃষ্টিতে ‘ব্যর্থ’ হওয়ার আশঙ্কাও মানুষকে বিচ্ছেদ থেকে পিছিয়ে রাখে।

বিশেষ করে অনেক নারী আর্থিক স্বচ্ছলতার অভাবে বা সামাজিক নিরাপত্তার সংকটে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে আইনি লড়াইয়ের ঝামেলার চেয়ে একই বাড়িতে অচেনা মানুষের মতো থাকা অনেকের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়।

এই নীরব বিচ্ছেদ আধুনিক দাম্পত্য জীবনের এক করুণ বাস্তবতা হয়ে উঠছে-যেখানে সম্পর্ক টিকে থাকে কেবল সামাজিক কাঠামোর কারণে, ভালোবাসার কারণে নয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে হারাচ্ছি কি মানবিক সম্পর্ক?
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে হারাচ্ছি কি মানবিক সম্পর্ক?
দিনের শুরুতে সাফল্য পেতে যে অভ্যাস
দিনের শুরুতে সাফল্য পেতে যে অভ্যাস
শীতের বিকেলে ঘরেই বানান মচমচে ব্রেড কাটলেট
শীতের বিকেলে ঘরেই বানান মচমচে ব্রেড কাটলেট