• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউল আলমের

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পি.এম.
শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ধানমন্ডি লেক ও রাস্তার ফুটপাত নিয়মের শাসনাধীন থাকবে বলে অঙ্গীকার করেছেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।

রোববার (১১ জানুয়ারি) ধানমন্ডি এলাকায় নাগরিকদের সঙ্গে এক উঠান বৈঠকে নাগরিক সমস্যা, লেক ব্যবস্থাপনা, যানজট, ফুটপাত দখল, পার্কিং সংকট এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে খোলামেলা আলোচনা ও প্রশ্ন উত্তরে তিনি এ অঙ্গীকার করেন।

নাগরিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, লেক শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি মানুষের ব্যবহারের জায়গা। তবে লেক ব্যবস্থাপনায় একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। তিনি বলেন, লেকের ইজারা থাকবে, কিন্তু তা হবে নিয়ন্ত্রিত ও নিয়মের আওতায়। প্রতিটি দোকান ও স্থাপনা নির্দিষ্ট নকশা ও বিধিমালা মেনে পরিচালিত হবে, যাতে পরিবার-পরিজন নিয়ে মানুষ নিরাপদে সময় কাটাতে পারে।

ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। এখানে দোকান বসানো বা যানবাহনের দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধ দখল উচ্ছেদ করা হবে। তবে জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে সীমিত দোকানের ব্যবস্থা করা যেতে পারে। অটোরিকশা চলাচলও নির্দিষ্ট রুট ও নিয়মের মধ্যে আনার কথা জানান তিনি।

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট ও পার্কিং সংকট নিয়ে রবি বলেন, এই সমস্যাগুলোর সমাধানে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় প্রয়োজন। বড় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা রাখতে বাধ্য করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে নাগরিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার আনা হবে। এ সময় তিনি জুলাই সনদ ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

শেখ রবিউল আলম রবি বলেন, ধানমন্ডিকে বাসযোগ্য ও নিরাপদ করতে রাজনীতিক ও নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। নিয়মিত এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে জনগণের মতামত নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় ঢাকা ১০ আসন এবং ধানমন্ডি এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭০টি আসন পাওয়ার আশা জাপা মহাসচিবের
শামীম হায়দার পাটোয়ারারী ৭০টি আসন পাওয়ার আশা জাপা মহাসচিবের
সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে: বরকত উল্লাহ
সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে: বরকত উল্লাহ
এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ
আবদুস সালাম এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ