পাবনা কারাগারে থাকা আ’লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

কারাগারে থাকা পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক। তিনি জানান, গত শুক্রবার সকালে কারাবন্দি অবস্থায় হৃদরোগ ও ডায়াবেটিসজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন প্রলয় চাকী। তাৎক্ষণিকভাবে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
কারা সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই ছিলেন।
প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি পাবনা শহরের আলোচিত ‘চাকী বাড়ি’ নামে পরিচিত একটি মদের বারের মালিক হিসেবেও পরিচিত ছিলেন। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র হত্যাকাণ্ডের ঘটনার পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। পরবর্তীতে তার গ্রেপ্তার এবং ওই মদের বার বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে স্থানীয়দের আন্দোলনও হয়েছে।
ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ







