• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেঁতুলিয়ায় টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ এ.এম.
তেঁতুলিয়ায় টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সংগৃহীত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাঝারি শৈত্যপ্রবাহের পর আজ সোমবার (১২ জানুয়ারি) জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ভোরে ঘন কুয়াশা না থাকায় সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

এর আগে রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। শনিবার (১০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

চলতি শীত মৌসুমে শুক্রবার (৯ জানুয়ারি) তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে দৃশ্যমানতা কমে গিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং অনেক চালককে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

শীতের তীব্রতায় জেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছিলেন না। শীত নিবারণে ভোর থেকেই গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা চলছে। রোববার পর্যন্ত জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ থাকলেও সোমবার থেকে তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। তবে আগামী কয়েক দিন শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই
রাশেদ খাঁন খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই
গৌরীপুরে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল
গৌরীপুরে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল
পরকিয়ায় বাঁধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ
কালকিনি পরকিয়ায় বাঁধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ