নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ৪টায় উপজেলা বিএনপির পার্টি অফিসে উপজেলা সেচ্ছাসেবকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সহস্রাধিক মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক শতাধিক সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
এসময় উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি যখন রাজনীতি শুরু করলেন, অল্প দিনের মধ্যে দেশে-বিদেশে জনপ্রিয় হয়ে উঠলেন—তার চিন্তাধারার জন্য, তার দূরদৃষ্টির জন্য, তার সুশাসনের জন্য।
অলিউর রহমান মিরাজ/ আ







