• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইশরাক হোসেন

অর্থনীতি শক্ত না হলে কোনো সমস্যার সমাধান হবে না

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পি.এম.
ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশের মূল সংকট অর্থনৈতিক। অর্থনীতি ঠিক না হলে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সে লক্ষ্যেই বিএনপি আগামী দেড় বছরে এক কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টির একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, এই কর্মসংস্থান শুধু সরকারি বা প্রথাগত চাকরির মাধ্যমে নয়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, নতুন গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগে সম্পৃক্ত করবো। তারা নিজের কর্মসংস্থান তৈরি করবে, আবার অন্তত পাঁচজনের কর্মসংস্থান সৃষ্টি করবে। অনলাইনভিত্তিক ব্যবসা,  ক্ষুদ্র কোম্পানিকে সহজ ও সহজলভ্য করে তোলা হবে।

রোববার (১১ জানুয়ারি) রাত ১২ টায় রাজধানীর সূত্রাপুরে শাহ আলী নূর কমপ্লেক্স নিবাসীদের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা–৬ আসনে ভয়াবহ গ্যাস সংকট প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই গ্যাস সংকট এখন একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তবে আমাদের এলাকার বড় সমস্যা হলো—৭০ বছরের পুরোনো পাইপলাইন, অপর্যাপ্ত ডায়ামিটার এবং অবৈধ সংযোগ।

তিনি জানান, তফসিল ঘোষণার আগেই তিনি তিতাস গ্যাসের এমডির সঙ্গে কথা বলেন এবং একটি টেকনিক্যাল টিম এলাকায় জরিপ করে সমস্যাগুলো চিহ্নিত করেছে।

“নির্বাচনী আচরণবিধির কারণে এখন সীমাবদ্ধতা থাকলেও নির্বাচনের পর আমি নিজে দাঁড়িয়ে এই পাইপলাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করবো বলেন তিনি।”

গ্যাস সংকটের সামাজিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, গৃহিণীরা সন্তানদের টিফিন বানাতে পারছেন না, অফিসগামী মানুষ খাবার রান্না করতে পারছে না। এই দুর্ভোগ আমরা প্রতিদিন শুনছি। এই অবস্থা চলতে দেওয়া যায় না।

ইশরাক হোসেন বলেন, বিএনপির ৩১ দফার মধ্যেই রয়েছে দেশের সব সেক্টরের জন্য সুস্পষ্ট রোডম্যাপ—শিক্ষা, স্বাস্থ্য, যানজট, দূষণ, বেকারত্ব, আইনশৃঙ্খলা ও নারীর অধিকার। “জানজটের সঙ্গে বায়ুদূষণ, বায়ুদূষণের সঙ্গে স্বাস্থ্য খাতের সরাসরি সম্পর্ক রয়েছে। আমরা দূষণ কমিয়ে রোগী কমাতে চাই, শুধু হাসপাতাল বাড়াতে নয়

তিনি ঘোষণা দেন, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবচেয়ে দরিদ্র নাগরিক সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

শিক্ষাব্যবস্থা নিয়ে ইশরাক হোসেন বলেন, নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের হাই-স্কিল লেবারে রূপান্তর করা হবে, যেন তারা প্রবাসে উন্নত চাকরি পায় এবং দেশের রেমিট্যান্স বাড়ে।

তিনি বলেন, আগের সরকার উন্নয়নের নামে দেশ লুট করে টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেই টাকা ফিরিয়ে এনে দেশের গরিব মানুষের কল্যাণে ব্যয় করবো।

ঢাকার ভবিষ্যৎ নিয়ে ইশরাক হোসেন বলেন, আমরা ঢাকাকে সিঙ্গাপুর বানাতে চাই না। ঢাকা ঢাকাই থাকবে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় সহাবস্থান নিয়ে। আমরা একটি সুষম ও মানবিক ঢাকা গড়তে চাই।

তিনি বলেন, ৩১ দফা মূলত একটি সংস্কার প্রস্তাব। এর মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মাথা উঁচু করে বিশ্বদরবারে দাঁড়ানো যাবে।

এসময় ইশরাক হোসেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শাহ আলী নূর কমপ্লেক্স নিবাসীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্বমর্যাদায় খালেদা জিয়া
সেলিমা রহমান রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্বমর্যাদায় খালেদা জিয়া
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা