মঈন খান
শ্রমিকদের অধিকার রক্ষায় সম্পদ সৃষ্টি ও পরিকল্পনার প্রয়োজন

শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই সংবিধানে লিখিত রয়েছে। এরপরও আজ কেন নতুন করে এ অধিকার আদায়ের দাবি তুলতে হচ্ছে—সেটাই প্রশ্ন। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সৃষ্টি। সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পদ তৈরি করেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে হবে।”
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান শ্রমিক ইশতেহার নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ব্যক্তিদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ ‘শ্রমিক ইশতেহার’ প্রণয়ন করা হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এই ইশতেহার বাস্তবায়নের প্রধান দায়িত্ব তাদেরই নিতে হবে। আর যারা ক্ষমতার বাইরে থাকবে, তাদের দায়িত্ব হবে সরকারকে এ ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগ করা।”
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে এবং শ্রমজীবী মানুষ সেই জনগণের একটি বড় অংশ। শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা এবং তাদের মুখে হাসি ফোটানো আমাদের রাজনীতিকদেরই দায়িত্ব।”
ভিওডি বাংলা/ এসএইচ/ আরিফ







