• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোবাইল ফোন ক্রেতাদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২০ পি.এম.
মোবাইল ফোনের দাম কমিয়েছে সরকার -ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্য হারে কমিয়ে ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক প্রায় ৬০ শতাংশ কমে গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। তিনি জানান, সাধারণ ভোক্তাদের পাশাপাশি দেশের মোবাইল সংযোজন শিল্পের স্বার্থ বিবেচনায় রেখে আলাদা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে এ খাতে বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআর জানিয়েছে, এই শুল্ক হ্রাসের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। একইভাবে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।

সরকারের এই উদ্যোগের ফলে স্মার্টফোনসহ সব ধরনের মোবাইল ফোনের দাম ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালে চলে আসবে। এতে ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও সরকারি বিভিন্ন অনলাইন সেবায় মানুষের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছে সরকার।

এনবিআর আরও জানায়, দেশীয় মোবাইল সংযোজন শিল্প যাতে বিদেশি আমদানিকৃত পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। তাই আমদানি ও সংযোজন-উভয় ক্ষেত্রেই শুল্ক কমানো হয়েছে।

সরকার মনে করছে, মোবাইল ফোন এখন আর বিলাসপণ্য নয়; বরং এটি নাগরিক জীবনের একটি মৌলিক প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মূল্য রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের মোবাইল বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে, ভোক্তারা উপকৃত হবেন এবং প্রযুক্তি ব্যবহারে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমালো সরকার: প্রেস সচিব
মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমালো সরকার: প্রেস সচিব
এআই ভিডিও নির্মাণে নতুন অধ্যায় শুরু তানজিলের
এআই ভিডিও নির্মাণে নতুন অধ্যায় শুরু তানজিলের
গুগল আনছে নতুন ফিচার, বদলানো যাবে জিমেইল ঠিকানা
গুগল আনছে নতুন ফিচার, বদলানো যাবে জিমেইল ঠিকানা