• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দায়িত্বে আরবেলোয়া

সুপার কাপ হারের পর আলোনসোকে বিদায়

স্পোর্টস ডেস্ক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পি.এম.
জাবি আলোনসো। সংগৃহীত ছবি

দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে চরম চাপে ছিলেন জাবি আলোনসো। শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মাদ্রিদ তারকা আলভারো আরবেলোয়া।

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের একদিন পরই এই সিদ্ধান্ত জানায় ‘লস ব্লাঙ্কোস’। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ক্লাবটি। একই সঙ্গে রিজার্ভ দল কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করা আরবেলোয়াকে তাৎক্ষণিকভাবে মূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত জুনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন আলোনসো। তবে তার অধীনে প্রত্যাশিত ছন্দে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। বর্তমানে লা লিগায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। 

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাকে মূল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্য একটি বিবৃতিতে আলভারো আরবেলোয়ার নিয়োগ নিশ্চিত করা হলেও তার চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। ক্লাব জানায়, ২০২০ সাল থেকে রিয়াল মাদ্রিদের একাডেমিতে কোচিং করানো আরবেলোয়া ২০২৫ সালের জুন থেকে কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রিয়াল মাদ্রিদের দায়িত্বে আরবেলোয়ার প্রথম ম্যাচ হবে কোপা দেল রের শেষ ষোলোয়। বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে মাঠে নামবে তার দল।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। এ সময় তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা শিরোপাসহ একাধিক ট্রফি জেতেন। আন্তর্জাতিক অঙ্গনেও সফল এই ডিফেন্ডার স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্ব দেখান। ক্লাব ও জাতীয় দলে জাবি আলোনসোর সতীর্থ ছিলেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শ্রীলঙ্কা নয় ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি
শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
বিপিএলে ইতিহাস শীর্ষ টি–টোয়েন্টি লিগে প্রথম বাবা–ছেলে জুটি
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা