• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুজানগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকেক হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোররাত ৫ টার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন। 

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানায়ারি) রাত ৪ টার দিকে নিহত সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়ির ঘোরাঘুরি করছিলেন। তারা গরু চুরি করতে এসেছে সন্দেহে বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।’

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। সস্প্রতি প্রতিকার চেয়ে সম্প্রতি এক সড়ক অবরোধ ও মানববন্ধনও করেছে এলাকাবাসী।

ভিওডি বাংলা-এম এস রহমান/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রিটার্নিং কর্মকর্তার কাছে রুমিন ফারহানার অভিযোগ
রিটার্নিং কর্মকর্তার কাছে রুমিন ফারহানার অভিযোগ
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩