রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল

কুড়িগ্রামের রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মন (৭২) আর নেই। তিনি সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নিজ বাসভবন চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামে পরলোকগমন করেন। দীর্ঘদিন ধরে তিনি অ্যাজমা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ৪ ছেলে, নাতি-নাতনী, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম স্ত্রী অনেক আগেই পরলোকগমন করেন।
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজারহাট উপজেলা শাখার সাবেক কমান্ডার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৬ নম্বর সাব-সেক্টরের রণাঙ্গণের কমান্ডার ছিলেন। পাশাপাশি তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা সন্তান কমান্ড, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভিওডি বাংলা-প্রহলাদ মন্ডল সৈকত/জা
ভিওডি বাংলা/জা







