আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অভিযানে সহযোগিতা করেন।
অভিযানকালে দেখা যায়, আখাউড়া উপজেলার তন্তর বাজারে অবস্থিত নয়ন ফার্মেসির মালিক নিজেই কোনো ধরনের বৈধ চিকিৎসা সনদ ছাড়াই সিরিয়াল দিয়ে রোগী দেখছিলেন। তিনি প্রতিজনের কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট গ্রহণ করতেন এবং এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিচ্ছিলেন।
পরবর্তীতে যাচাই করে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস কিংবা চিকিৎসা সংশ্লিষ্ট কোনো বৈধ সনদপত্র নেই। তা সত্ত্বেও তিনি প্রেসক্রিপশনে নিজের নামের আগে “ডাক্তার নারায়ণ চন্দ্র পাল” লিখে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ভুয়া টাইটেল ব্যবহার করে জনগণকে প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা-আমিনুল ইসলাম আহাদ/জা







