• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এম এ মালিক

দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার ঘোষণা

সিলেট প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পি.এম.
সিলেটে খালেদা জিয়ার দোয়া মাহফিলে এম এ মালিক। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক, ছাত্রদল ও অঙ্গসংগঠন আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআনে খতম আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এম এ মালিক বলেন, “আজ আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। কারণ কিছু চক্রান্তকারী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দোয়া মাহফিলকে বিভিন্নভাবে আন্ডারমাইন্ড করার চেষ্টা করছে। তারা দোয়ায় অংশ না নিয়ে বাইরে অবস্থান করছে। এই কারণেই আজ রাজনৈতিক কথা বলব না।”

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই জালালপুরে আরেকটি রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে জেলা বিএনপির সভাপতি ও দলের আন্তর্জাতিক সম্পাদক আব্দুস সালাম উপস্থিত থাকবেন। সেই দিন তিনি বিস্তারিত রাজনৈতিক বক্তব্য দেবেন।

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআনে খতম আলোচনা ও দোয়া মাহফিল।

এম এ মালিক বলেন, “আজ আমার সামনে উপস্থিত জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং মুরুব্বিদের দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই দোয়া মাহফিল আয়োজন করার জন্য যুবক, ছাত্র ও সাংবাদিক ভাইদের প্রতি বিএনপি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তিনি উপস্থিত সবাইকে তারেক রহমানের সালাম গ্রহণ করার আহ্বান জানান।

ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, দেশে ফেরার সময় কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আমি তাঁর সফরসঙ্গী ছিলাম। দেশে ফিরে তিনি আমাকে দেশের মানুষের সেবা করার জন্য বলেছেন। আমি তাঁকে কথা দিয়েছি—দেশেই থাকব এবং দেশের মানুষের সেবা করব।”

তিনি আরও বলেন, “এই প্রতিশ্রুতির কারণেই গত ১৬ ডিসেম্বর আমি লন্ডনে আমার ব্রিটিশ সিটিজেনশিপ ব্রিটিশ সরকারের কাছে হ্যান্ডওভার করেছি। আমি ও আমার স্ত্রী আজীবনের জন্য বাংলাদেশে ফিরে এসেছি। চাই, এই দেশেই আমার মৃত্যু হোক।”

শেষে এম এ মালিক দেশ, দল, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।”

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জালালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বদরুল ইসলাম জয়দু সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সোহেল, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ,   দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিটার্নিং কর্মকর্তার কাছে রুমিন ফারহানার অভিযোগ
রিটার্নিং কর্মকর্তার কাছে রুমিন ফারহানার অভিযোগ
সুজানগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
সুজানগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩