• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোর

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

যশোর প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পি.এম.
১৪ হাজার পিস ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা নারী।ছবি: ভিওডি বাংলা

​যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন—কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার (৩০) এবং শুকুতারা (২০)। তারা উভয়েই রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে ডিএনসি।

​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টা ২০ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে একজনের কাছে ৮ হাজার এবং অন্যজনের কাছে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করেছে ডিএনসি সদস্যরা।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, ​"মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিত চলমান রয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজকে মাদকমুক্ত রাখতে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

​আটককৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
গাইবান্ধা প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
নবাবগঞ্জে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে থানা পুলিশের টহল জোরদার
নবাবগঞ্জে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে থানা পুলিশের টহল জোরদার
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়ি নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু