• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেড় দশক পর বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর

বিনোদন ডেস্ক    ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১০ এ.এম.
অভিনেত্রী ডলি জহুর-ছবি-ভিওডি বাংলা

জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর প্রায় দেড় দশক পর আবার বড়পর্দায় ফিরছেন। ২০১১ সালের পর দীর্ঘ সময় তিনি সিনেমা থেকে দূরে ছিলেন এবং মূলত নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে এবার ডলি জহুর একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন, যা তার ফ্যানদের জন্য দারুণ সুখবর।

ডলি জহুরের সিনেমায় ফিরতে আগ্রহ মূলত দুটি প্রকল্পের কারণে। প্রথমটি হলো ‘ঝামেলা’ সিনেমা, যা মৌলিক এক পারিবারিক গল্পের উপর নির্মিত। এই সিনেমা পরিচালনা করছেন ইয়ামিন ইলান এবং এটি তৈরি হচ্ছে দিয়া প্রডাকশনসের ব্যানারে। ডলি জহুরকে কাজে ফেরাতে নির্মাতাদের বেশ কিছু সময় এবং গল্পের বিস্তারিত ব্যাখ্যা দিতে হয়েছে।

ইয়ামিন ইলান জানিয়েছেন, “প্রথমে ডলি জহুর সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না। কিন্তু গল্প শুনে তিনি সম্মতি দিয়েছেন। আশা করি সিনেমাপ্রেমীরা গল্পের সঙ্গে নিজেদের সহজেই কানেক্ট করতে পারবেন।”

ডলি জহুর গণমাধ্যমকে বলেন, “সত্যিই আমি আগে সিনেমায় ফিরে আসার আগ্রহ পাইনি। কমার্শিয়াল ফর্মুলা ভিত্তিক সিনেমায় অভিনয় করব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। 

কিন্তু ‘ঝামেলা’ ও ‘দম’-এর গল্প এবং নির্মাণ প্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। এছাড়া এই সিনেমাগুলোতে নাটকের শিল্পীরাও অভিনয় করছেন, যারা আমার সঙ্গে নিয়মিত কাজ করছেন। তাই সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি এই দুটি সিনেমায় কাজ করার।”

সিনেমা ‘ঝামেলা’-র শেষ অংশের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিচালক জানিয়েছেন, চলতি বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ডলি জহুরকে দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাতেও। এই সিনেমায় তিনি আফরান নিশোর মায়ের চরিত্রে অভিনয় করছেন। সিনেমার শুটিং প্রক্রিয়া শেষের দিকে, যার বড় অংশ গত বছরের শেষ দিকে কাজাখস্তানে করা হয়েছে। ‘দম’ সিনেমাটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, এই সিনেমাটিও রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।

দুই সিনেমাতেই ডলি জহুরের উপস্থিতি এবং সাবলীল অভিনয় দর্শকরা দীর্ঘদিন পর বড়পর্দায় দেখতে পাবেন। বিশেষত নাট্যপ্রেমীদের কাছে তার ফ্যানবেজ এখনও শক্তিশালী। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, ডলি জহুরের এই প্রত্যাবর্তন বাংলা সিনেমার মান ও বৈচিত্র্য বাড়াবে।

সামগ্রিকভাবে, ডলি জহুরের নতুন সিনেমা দুটি শুধু তার ভক্তদের জন্যই নয়, বরং পারিবারিক গল্পভিত্তিক সিনেমাপ্রেমীদের জন্যও বিশেষ আকর্ষণ হিসেবে কাজ করবে। ‘ঝামেলা’ ও ‘দম’-এর মাধ্যমে দেড় দশক পর বড়পর্দায় ফিরে এসে ডলি জহুর প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা, আর সৃজনশীলতা কখনো বয়সের বাঁধায় বাঁধা পড়ে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
দ্বিতীয় বিয়েতে রাফসান-জেফা
দ্বিতীয় বিয়েতে রাফসান-জেফা
দীর্ঘ দিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম আজ পূর্ণতায়!
দীর্ঘ দিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম আজ পূর্ণতায়!