মাহফুজ আনাম
স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস এবং উদারপন্থি দৃষ্টিভঙ্গি থাকলে সরকারই সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম।
তিনি বলেন, সরকারকে সত্য কথা বলার মতো পরিবেশ সাধারণত থাকে না। দলীয় লোকজন ভয়ের কারণে সত্য বলেন না, আমলাতন্ত্রও মুখ খোলে না, এমনকি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যও অনেক সময় প্রশংসার বৃত্তে আটকে থাকে। এই বাস্তবতায় সরকারকে বাস্তব সত্য জানানোর একমাত্র কার্যকর প্রতিষ্ঠান হলো স্বাধীন সাংবাদিকতা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ এসব কথা বলেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে এ সম্মেলনের আয়োজন করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।
সরকারি প্রকল্প ও বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে মাহফুজ আনাম বলেন, কোন প্রকল্প জনগণের জন্য উপযোগী হচ্ছে, কোথায় দুর্নীতি ঢুকে পড়ছে—এই প্রশ্নগুলো সরকারের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে স্বাধীন সাংবাদিকতা।
তিনি বলেন, যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা সঠিক পথে আছে কি না, জনগণ সেটি গ্রহণ করছে কি না, কিংবা সেখানে দুর্নীতির ঝুঁকি তৈরি হচ্ছে কি না—এই সত্য কথা সরকারকে জানানোর প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের হাতে থাকা বিপুল বাজেট কোনো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের করের অর্থ। সেই অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে গণমাধ্যমের নজরদারি অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগে সরকার সমর্থন পাবে, তবে কোনো প্রকল্প যদি দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেটিও স্বাধীন সাংবাদিকতার মাধ্যমেই সামনে আসবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন জবাবদিহিমূলক সমাজ গঠনের সময়। একই সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রেও আরও গণতান্ত্রিক, বলিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও নৈতিক ধারার চর্চা জোরদার করার আহ্বান জানান তিনি। জনগণের আস্থা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন মাহফুজ আনাম।
তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি সমাজসেবামূলক দায়িত্ব। গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্য দূরীকরণ এবং সব ধর্ম ও গোষ্ঠীর মানুষের সমান অধিকারের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল চেতনা।
ভিওডি বাংলা/ এসআর/ আরিফ






