• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পারিশ্রমিকের ১৫ কোটি রুপি ফেরত দিলেন কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পি.এম.
কার্তিক আরিয়ান-ছবি-ভিওডি বাংলা

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা’ বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। সিনেমার মুক্তির পর আয় মাত্র ৪০ কোটি রুপি, যেখানে বাজেট ছিল প্রায় ৯০ কোটি রুপি। এতে প্রযোজনা সংস্থা করণ জোহরের ধর্ম প্রোডাকশন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল।

এই পরিস্থিতিতে অভিনেতা কার্তিক আরিয়ান নিজের ১৫ কোটি রুপি পারিশ্রমিক প্রযোজককে ফেরত দিয়েছেন। সূত্রের খবর, এটি প্রযোজককে বড় অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচাতে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর আগে ‘শাহজাদা’ ছবির ব্যর্থতার পরও তিনি একইভাবে পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন।

করন জোহরের সঙ্গে কার্তিকের সম্পর্কও এই ঘটনায় আলোচনায় এসেছে। এক সময় পারিশ্রমিক বৃদ্ধিকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছিল। তখন করণ কিছু ছবিতেও তাকে বাদ দেন এবং প্রকাশ্যে কটাক্ষ করেন। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়।

কার্তিকের ঘনিষ্ঠ মহলের দাবি, প্রযোজকের খুশির জন্য নয়, নিজস্ব ইচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই দৃষ্টান্তে তিনি ব্যর্থ সিনেমার কারণে প্রযোজন সংস্থাকে আর্থিক বোঝা থেকে মুক্ত করেছেন।

সিনেমার ভেঙে পড়া বক্স অফিস আয় এবং বিতর্কের মধ্যে বছর শুরু হয়েছে কার্তিকের জন্য কঠিনভাবে। এর মধ্যেও তার ভক্তরা আগ্রহের সঙ্গে পরবর্তী সিনেমার দিকে তাকিয়ে আছেন।

ছবির ব্যর্থতা এবং বিতর্ক সত্ত্বেও কার্তিকের এই উদার সিদ্ধান্তকে মিডিয়া ও ফ্যানরা ইতিবাচকভাবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এমন পদক্ষেপ শুধু প্রযোজককে নয়, বরং শিল্পী হিসেবে তার সুনামও বৃদ্ধি করতে পারে।

কার্তিক আরিয়ানের এই মনোভাব প্রমাণ করে, তিনি শুধুমাত্র অভিনয় নয়, সমঝোতা এবং ব্যবসায়িক দায়িত্বেও সচেতন। এই ঘটনা বলিউডে অভিনয় ও পারিশ্রমিক সম্পর্কিত আলোচনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
শুটিং সেট থেকে পূজা চেরির ভিডিও ফাঁস
শুটিং সেট থেকে পূজা চেরির ভিডিও ফাঁস
কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
কথা বলতে পারছেন না শবনম ফারিয়া