ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি এবার নজর কেড়েছেন ব্যক্তিগত আনন্দের মুহূর্তের মাধ্যমে। কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই প্রায়শই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি কুয়ালালামপুর, মালয়েশিয়ার বিখ্যাত প্যাভিলিয়ন শপিং মলে ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন পরীমণি, এবং সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। ভিডিওতে দেখা যায়, পরীমণি তার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের সঙ্গে হাত ধরাধরি করে শপিং মলে ঘোরাফেরা করছেন। তাদের পোশাকও একে অপরের সঙ্গে ম্যাচিং করা ছিল, যা আরও আনন্দময় মুহূর্ত তৈরি করেছিল। ছোট্ট পূণ্য যেন বড় ভাই বা অভিভাবক, আর পরীমণি নিজেই যেন শিশুর মতো খেলছে।
ভিডিওতে আরও দেখা যায়, পূণ্য একটি রাইড-অন স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছে, আর তার পেছনে হাঁটছেন পরীমণি। হঠাৎ পরীমণি সেই ছোট স্যুটকেসে বসে পড়েন, আর পূণ্য তাকে টেনে নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত ছোট্ট পূণ্যই তার মাকে টেনে নিয়ে চলে। এই মজার দৃশ্য দেখে নেটিজেনরা ভিডিওতে হাস্যোজ্জ্বল মন্তব্য করেছেন।

পরীমণি ক্যাপশনে লিখেছেন, “আমার ছেলে আমাকে বাচ্চা বানায়ে ফেলছে!” এবং সঙ্গে একটি ভালোবাসা মাখা ইমোজি দিয়েছেন। এই মুহূর্ত ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্তরা পরীমণির মাতৃত্ব এবং পূণ্যের চঞ্চলতার প্রশংসা করছেন।
ব্যক্তিজীবনের দিক থেকে পরীমণি একাধিকবার আলোচনায় এসেছেন। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে তিনি ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানের দায়িত্ব পালন করছেন। ছেলে পূণ্যের পাশাপাশি গত বছর তিনি দত্তক নিয়েছেন একটি কন্যা শিশুকে, যাদের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে পরীমণি মূলত সন্তানদের দেখাশোনা এবং কিছু কাজের মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
পরীমণির এই মা-সন্তান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মাধ্যমে দর্শকরা আরও কাছ থেকে তার ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বের উষ্ণ মুহূর্ত উপভোগ করতে পারছেন।
ভিওডি বাংলা/জা







