• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম জোরদারে ৫৬ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা ১৭  নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনারের যৌথ স্বাক্ষরে এই মিডিয়া কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি। কমিটিতে মোট ৫৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন; যারা মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা ও তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়।

নতুন এই মিডিয়া কমিটি ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

কমিটির সদস্যরা হলেন: সাংবাদিক আতিকুর রহমান রুমন, রাশেদুল হক, শাহাবুদ্দিন চৌধুরী, এরফানুল হক নাহিদ, হাসান শিপলু, আব্দুর রহমান জাহাঙ্গীর, মঈন উদ্দীন খান, কালাম ফয়েজী, মইনুল আহসান, কামরুল হাসান ,হাসান মোল্লা, রুমানা জামান, নজরুল ইসলাম ,তারিকুল ইসলাম, মাহমুদুল হাসান, সুজন মাহমুদ, মোস্তাফিজুর রহমান বিপ্লব,
মোশাররফ হোসেন বাবলু, বাছির জামাল, শফিউল আলম দোলন, মেহেদী আজাদ মাসুম, শরীফুল ইসলাম, সাইদুর রহমান, মাহমুদ হাসান, মোরসালিন নোমানী, মহি উদ্দিন, গাউছুল আজম বিপু, জাহানারা পারভীন, সাইফুদ্দিন রবিন, মারুফা রহমান, খোন্দকার কাওছার হোসেন, আসাদুজ্জামান বাবুল, শফিক শাফিঈ, আহম্মেদ সালেহীন, কামরুল হাসান দর্পন, ইমরুল কায়েস জনি, উমর ফারুক, আল আমিন, রাজকুমার নন্দী, কাজী সুমন, রফিক মৃধা, হাসনাইন নাহিয়ান সঞ্জীব, শাহনেওয়াজ বাবলু, নাজিয়া আফরিন, আব্দুল আহাদা, হুমায়ূন কবির, ইউসুফ আলী, ফেরদৌস মামুন, আক্তারুজ্জামান রকি, এস. এম. আতিক হাসান, নুরুন নাহার উইলি, লাবনী সিদ্দিকী, শামীম চৌধুরী বিশাল, মাহফুজ কবীর মুক্তা প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ/এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ আগষ্টের পরে আমরা কথা বলতে পারছিনা
মতিউর রহমান চৌধুরী ৫ আগষ্টের পরে আমরা কথা বলতে পারছিনা
গণমাধ্যমকর্মীদের সহযোদ্ধা হিসেবে পাশে চায় সরকার
গণমাধ্যমকর্মীদের সহযোদ্ধা হিসেবে পাশে চায় সরকার
ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস
ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস