• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১১ পি.এম.
গুগলের নতুন বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ-ছবি: সংগৃহীত

গুগলের পরবর্তী বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতেই ফোনটি বাজারে আসতে পারে। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ–এর মতোই হতে পারে।

গত বছর গুগল পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছিল। তখনই ধারণা করা হয়েছিল, ২০২৫ সালের শেষ নাগাদ ‘এ’ সিরিজের ফোনটি বাজারে আসবে। কিন্তু সেটি হয়নি। এখন বিভিন্ন লিক ও প্রযুক্তি প্রতিবেদনের মাধ্যমে ফোনটির সম্ভাব্য নকশা, প্রসেসর ও দাম সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

নকশায় বড় পরিবর্তন নেই
ফাঁস হওয়া সিএডি রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ দেখতে অনেকটাই আগের মডেলের মতো হবে। পেছনে থাকবে সমতল প্লাস্টিক বডি। ক্যামেরার জন্য থাকবে ছোট, ওভাল বা পিল আকৃতির একটি আইল্যান্ড। এতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে।

বেজেলের দিক থেকেও বড় কোনো পরিবর্তন আসছে না। পর্দার চারপাশে তুলনামূলক মোটা বেজেল থাকতে পারে। গুগলের ‘এ’ সিরিজে এটি নতুন নয়। প্রিমিয়াম পিক্সেল ফোন থেকে বাজেট মডেল আলাদা করতে এই নকশা রাখা হয়।

ডিসপ্লে আগের মতোই
পিক্সেল ১০এ–তে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা আগের মডেলের মতো। এতে এলটিপিএস প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। এর ফলে স্ক্রিনের রিফ্রেশ রেট খুব কমেও ১ হার্জ পর্যন্ত নামবে না। এটি প্রিমিয়াম ফোনগুলোর মতো সুবিধা দেবে না।

প্রসেসর ও হার্ডওয়্যার
গুগল এবার প্রসেসরের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। সাধারণত পিক্সেল ‘এ’ সিরিজে সর্বশেষ টেনসর চিপ ব্যবহার করা হয়। তবে পিক্সেল ১০এ–তে থাকতে পারে টেনসর জি৪ চিপ, যা আগেই পিক্সেল ৯ সিরিজে ব্যবহার হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, নতুন টেনসর জি৫ চিপ তৈরিতে খরচ বেশি। তাই গুগল পুরনো জি৪ চিপ ব্যবহার করতে পারে, তবে সামান্য পারফরম্যান্স বুস্ট থাকতেই পারে।

র‌্যাম ও স্টোরেজের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফোনটিতে থাকতে পারে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এবং বড় স্টোরেজ সংস্করণ হিসেবে আসতে পারে ২৫৬ জিবি।

ব্যাটারি ও চার্জিং
পিক্সেল ১০এ–তে থাকতে পারে ৫,১৯৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। চার্জিং স্পিড আগের মডেলের মতোই থাকতে পারে। বড় কোনো আপগ্রেড আশা করা যাচ্ছে না।

দাম ও আনুষ্ঠানিক উন্মোচন
একজন পরিচিত টিপস্টার জানিয়েছেন, পিক্সেল ১০এ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে ১৭ ফেব্রুয়ারি। ভারতের বাজারে ১২৮ জিবি সংস্করণের দাম হতে পারে প্রায় ৫২ হাজার রুপি, এবং ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে ৬৩ হাজার রুপি।

তবে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা এই তথ্যকে প্রাথমিক হিসাব হিসেবেই দেখছেন। আনুষ্ঠানিক ঘোষণার আগে দাম ও স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।

নতুন পিক্সেল ১০এ–তে বড় নকশাগত পরিবর্তন নেই। ডিসপ্লে, ব্যাটারি ও বেজেল আগের মতোই থাকবে। প্রসেসর হিসেবে টেনসর জি৪ ব্যবহার হতে পারে। ৮ জিবি র‍্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজের সংস্করণে ফোনটি বাজারে আসতে পারে। দাম ও আনুষ্ঠানিক উন্মোচন ফেব্রুয়ারির মাঝামাঝি আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃহস্পতি গ্রহে মাকড়সাসদৃশ কাঠামোর রহস্যজনক আবিষ্কার
বৃহস্পতি গ্রহে মাকড়সাসদৃশ কাঠামোর রহস্যজনক আবিষ্কার
লুসিড ও নুরোর সঙ্গে উবারের নতুন রোবট্যাক্সি যাত্রা শুরু
লুসিড ও নুরোর সঙ্গে উবারের নতুন রোবট্যাক্সি যাত্রা শুরু
৩ সেটিংস চালুতে মিলবে ফেসবুক মনিটাইজেশন
৩ সেটিংস চালুতে মিলবে ফেসবুক মনিটাইজেশন