• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গায়িকা অনিতা ঘোষের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পি.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী অনিতা ঘোষ-ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনিতা ঘোষ আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) বেহালার পর্ণশ্রী এলাকায় নিজের ফ্ল্যাটে তিনি গৃহকর্মীর ছুরিকাঘাতে নিহত হন। স্থানীয় পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অনিতার বয়স হয়েছিল ৬৫ বছর।

প্রাথমিক পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজন গৃহকর্মী ও একজন রাধুনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সময় সঞ্জু নামের একজন গৃহকর্মী তার দোষ স্বীকার করেছেন। নিহত গায়িকার পরিবারের দাবি, টাকা লেনদেনের বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, বকেয়া টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত সঞ্জু ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে অনিতার মুখ ও পেটে আঘাত করেছেন।

পরিবারের বরাত অনুযায়ী, হত্যার পর অনিতার অচেতন দেহ থেকে অভিযুক্ত সোনার গয়না ও নগদ অর্থ চুরি করেন। পুলিশ জানিয়েছে, নিহত গায়িকা তার স্বামী অরূপ ঘোষের সঙ্গে বেহালার প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টে থাকতেন। অরূপ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত, তাই বাড়িতে গৃহকর্মী রাখা হয়েছিল। অনিতার ছেলে অন্য একটি ফ্ল্যাটে থাকেন।

অনিতা ঘোষের সংগীত জীবন ছিল সমৃদ্ধ। তিনি দূরদর্শন ও আকাশবাণী চ্যানেলে নিয়মিত গান পরিবেশন করতেন। তার মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বেহালার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ফ্ল্যাটের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে। তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে আর্থিক বিবাদ এবং লোভের বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ঘটনা আবারও প্রমাণ করে যে, পরিচিত লোকদের মধ্যেও কখনো কখনো ভয়াবহ অপরাধ সংঘটিত হতে পারে। অনিতা ঘোষের পরিবারের পাশাপাশি পুরো সংগীত জগত শোকাহত। পুলিশের পরবর্তী তদন্তের উপরই চূড়ান্ত দিকনির্দেশনা নির্ভর করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্রে জ্যোতি ছড়াতে কাম ব্যাক করলেন সানজানা
চলচ্চিত্রে জ্যোতি ছড়াতে কাম ব্যাক করলেন সানজানা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় বলিউড গায়ক আরমান মালিক
হাসপাতালে ভর্তি জনপ্রিয় বলিউড গায়ক আরমান মালিক
২৫ বছরের ভালোবাসা ও স্বপ্নের সংসার
বিপাশা-তৌকীর ২৫ বছরের ভালোবাসা ও স্বপ্নের সংসার