ফের মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন বুবলী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে নতুন করে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি, তার শারীরিক গঠন ও চলাফেরা ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে পড়েন বুবলী। মা হওয়ার গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার-কোনোটাই করেননি তিনি। বরং বেশ কৌশলী ও সংযত উত্তর দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন এই অভিনেত্রী।
বুবলী বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটা স্বাভাবিক। আমি সেটাকে সম্মান করি। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত।” তার ভাষ্য অনুযায়ী, তিনি একটি নির্দিষ্ট আয়োজনে বিচারকের দায়িত্বে উপস্থিত ছিলেন, সেখানে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনা তিনি সমীচীন মনে করেন না।

তিনি আরও জানান, কোনো একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত প্রশ্ন তোলা তার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। বুবলীর এমন বক্তব্যে গুঞ্জনের অবসান না ঘটলেও বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে বলে মনে করছেন ভক্ত-অনুরাগীরা।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের পাশাপাশি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বুবলীর অভিযোগ, অনেক সময় শুটিংয়ের ব্যস্ততায় তিনি ফোন ধরতে পারেন না। তবে সেক্ষেত্রে সাংবাদিকদের কাছ থেকে অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন তিনি। তার ভাষায়, “মেসেজের উত্তর না দেওয়ার অর্থ হলো-আমি ওই বিষয়ে কথা বলতে আগ্রহী নই। কিন্তু এরপরও আমার বক্তব্য ছাড়াই মনগড়া সংবাদ প্রকাশ করা হয়, যা খুবই দুঃখজনক।”
তিনি মনে করেন, দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে কোনো খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া জরুরি। অন্যথায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে শিল্পী ও পাঠক-দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের একমাত্র সন্তান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। সে সময় পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত ওই সফরের পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরালো হতে শুরু করে।
তবে এই বিষয়ে শাকিব খান বা শবনম বুবলী-কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিছক গুজব, নাকি সত্যিই নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী-তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
শাকিব-বুবলী সম্পর্কের অতীত টানাপোড়েন, সন্তান বীরকে ঘিরে তাদের যোগাযোগ এবং নতুন করে মা হওয়ার আলোচনায় ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। বাস্তবতা কী-তা জানতে আপাতত সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে সবাইকে।
ভিওডি বাংলা/জা







