• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালুখালী

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ী প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পি.এম.
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প।ছবি: ভিওডি বাংলা

এনজিও সংগঠন সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর কালুখালীতে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালুখালী সিএসএস কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে মা ও শিশু রোগ বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার গাইনি অ্যান্ড অবস (এমবিবিএস, ঢাকা; এফসিপিএস শেষ পর্ব), ডা. রুতাবা রহমান লিমা। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালুখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন এবিএম রমজান গাজী এবং শাখার সকল লোন অফিসারবৃন্দ।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী মহোদয় আজীবন অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার উদ্যোগেই সিএসএস-এর মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও মানবিক দর্শনকে ধারণ করেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। এই উদ্যোগের মাধ্যমে তিনি আমাদের মাঝেই বেঁচে থাকবেন।’

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
৬ মাস পর ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়
ধর্ম উপদেষ্টা এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়