• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইঞ্জিনিয়ার শ্যামল

আলেম সমাজের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর দক্ষিণ অঞ্চলের চারটি ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় হাজী সাব্বির আহমেদ মার্কেট সংলগ্ন মাঠে সদর উপজেলা ওলামা দলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাসউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, শিলাউর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাসুদেব মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ, সেন্দ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী তাজুল ইসলাম, চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, জামিয়া তারিকুল ইমান মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইসহাক আল হোসাইনসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে সবসময় আলেম-ওলামাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি মিলেমিশে রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করে।

তিনি আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম সমাজের দিকনির্দেশনায় দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত ওলামা-মাশায়েখরা দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়
ধর্ম উপদেষ্টা এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়