• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা:

লন্ডনে চলছে কেমোথেরাপি

বিনোদন ডেস্ক    ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ এ.এম.
নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন-ছবি-ভিওডি বাংলা

দর্শকপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখন দ্বিতীয় দফার কেমোথেরাপি গ্রহণ করছেন, যা চলবে আগামী মে মাস পর্যন্ত।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী লন্ডনে কেমোথেরাপি শেষ হওয়ার পর তাকে জার্মানিতে নেওয়া হবে। সেখানে বিশেষ একটি ভ্যাকসিন প্রয়োগ করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ভ্যাকসিন গ্রহণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে ইলিয়াস কাঞ্চন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। তার পরিবার ও ঘনিষ্ঠজনরা সার্বক্ষণিকভাবে তার পাশে রয়েছেন। সবাই আশাবাদী, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মাটিতে ফিরবেন।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া ও ভালোবাসা জানাচ্ছেন তার সহশিল্পীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। চিত্রনায়িকা চম্পা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় কাজ করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে আসতে পারেন।’

চিত্রনায়িকা শাবনাজ বলেন, ‘কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে তিনি সমাজের জন্য যে অবদান রেখেছেন, তা প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’

চিত্রনায়িকা পপি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছি। তিনি আমাকে সবসময় স্নেহ করতেন এবং নানা বিষয়ে পরামর্শ দিতেন। এমন একজন ভালো মানুষ আজ জীবন নিয়ে লড়াই করছেন-এটা খুব কষ্টের। তার এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়, এটাই আমার দোয়া।’

অভিনেতা ও প্রযোজক মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন-এটাই আমাদের প্রত্যাশা। তিনি একজন গুণী অভিনেতা এবং মানবিক মানুষ। বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয়।’

সার্বিকভাবে, ইলিয়াস কাঞ্চনের সুস্থতার অপেক্ষায় রয়েছে তার পরিবার, সহকর্মী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী। সবাই দোয়া করছেন, তিনি যেন চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চঞ্চল-পরীমণিকে নিয়ে ‘শাস্তি’র আনুষ্ঠানিক ঘোষণা
চঞ্চল-পরীমণিকে নিয়ে ‘শাস্তি’র আনুষ্ঠানিক ঘোষণা
আবারও আলোচনায় হানিয়া আমির-আসিম আজহার
আবারও আলোচনায় হানিয়া আমির-আসিম আজহার
চলচ্চিত্রে জ্যোতি ছড়াতে কাম ব্যাক করলেন সানজানা
চলচ্চিত্রে জ্যোতি ছড়াতে কাম ব্যাক করলেন সানজানা