ওমরাহ করতে গিয়ে অভিনেত্রী নাদিয়া কেসুমার মৃত্যু

মালেশিয়ান চলচ্চিত্র অভিনেত্রী নাদিয়া কেসুমা ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন হারিয়েছেন। তার আসল নাম নাদিয়াহ কাসুমাওয়াতি আব্দুল করিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
নাদিয়া ১৪ জানুয়ারি মালয়েশিয়া থেকে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওমরাহ পালন করার জন্য তিনি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজযাত্রীর একটি দলের সঙ্গে যোগ দেন। জেদ্দা পৌঁছানোর পরই তিনি নিখোঁজ হন। পরদিন সকালে খবর পাওয়া যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মেয়ে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার মা ১৫ জানুয়ারি সকাল ৮টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ। এছাড়াও, তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী নরিনী আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। নাদিয়ার মেয়ে সবাইকে তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চাওয়ার আহ্বান জানিয়েছেন।
চলচ্চিত্রের জগতে নাদিয়া ‘শয়তান মুনাফিক’ এবং ‘কুদেতা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। অভিনেত্রীর অবদান মালেশিয়ার চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।
ওমরাহ পালনের জন্য নাদিয়া ১৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সৌদি আরবে থাকার পরিকল্পনা করেছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর দিনই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
নাদিয়ার মৃত্যু তার পরিবার, বন্ধু এবং ভক্তদের মধ্যে গভীর শোকের ছাপ ফেলেছে। সামাজিক মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।
ভিওডি বাংলা/জা







