ফ্লাইটে অশোভন আচরণের অভিযোগ কিয়ারার বিরুদ্ধে

পর্দার তারকাদের সামনে থেকে দেখার অভিজ্ঞতা সব সময় সুখকর হয় না—এমনই অভিযোগ তুলেছেন কার্তিকে তিওয়ারি নামে এক বিমানযাত্রী। তার দাবি, বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি একই ফ্লাইটে ভ্রমণকালে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, উদয়পুর থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। কার্তিকে তিওয়ারি তার মা ও ভাইয়ের সঙ্গে ভ্রমণ করছিলেন। একই বিমানের বিজনেস ক্লাসে ছিলেন কিয়ারা আদভানি ও অভিনেতা কার্তিক আরিয়ান। যাত্রাপথে ভুলবশত কার্তিকের মা কিয়ারার জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে কিয়ারা বিরক্তি প্রকাশ করেন এবং অশোভন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করেন কার্তিক।

পরে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কার্তিকে তিওয়ারি বলেন, তারকাদের দেবতুল্য ভাবা বন্ধ করা উচিত। নিজের আসনে অন্য কাউকে দেখলে অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক, তবে বিষয়টি ভদ্রভাবেও জানানো যেত। তার ভাষায়, কিয়ারার আচরণ ছিল অপমানজনক।
কার্তিক আরও দাবি করেন, ফ্লাইট অবতরণের পর কেবিন ক্রুর এক সদস্য কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ানের সঙ্গে ছবি তুলতে চাইলে তারা দ্রুত চলে যাওয়ার অজুহাতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি কিয়ারা আদভানি।
ভিওডি বাংলা/ আ







