• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে আগ্রহী রায়হান রাফি

বিনোদন ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ এ.এম.
পরিচালক রায়হান রাফি-ছবি-ভিওডি বাংলা

সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণে পরিচালক রায়হান রাফি বরাবরই আলোচনায় থাকেন। সামাজিক বাস্তবতা, অপরাধ ও অমীমাংসিত ঘটনাকে পর্দায় তুলে ধরার সাহসী প্রয়াসের জন্য তিনি দর্শক মহলে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এর আগেও বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত তার একাধিক কাজ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এবার বহুল আলোচিত ও দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা-বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন এই নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ পরিকল্পনার কথা জানান রায়হান রাফি।

পরিচালক জানান, দেশের ইতিহাসের এমন একটি ভয়াবহ ঘটনার ভেতরের সত্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। সেই অজানা সত্যই তাকে সিনেমা বানানোর দিকে টানছে। তবে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া তিনি এ বিষয়ে কাজ শুরু করতে চান না বলেও উল্লেখ করেন।

রায়হান রাফি বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, একের পর এক মরদেহ উদ্ধার হলো, গণকবর দেওয়া হলো-এসব ঘটনার নেপথ্যে আসলে কী ঘটেছিল, তা আজও পুরোপুরি জানা যায়নি। আরও তথ্য সামনে এলে তখনই আমি এ নিয়ে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হলো, এসব গল্পের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করা, যাতে ভবিষ্যতে এমন অন্যায় আর না ঘটে।’

এর আগে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। ধারণা করা হয়, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত। যদিও নির্মাতা কখনোই সরাসরি বিষয়টি স্বীকার করেননি।

‘অমীমাংসিত’ মুক্তির ক্ষেত্রেও তাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রথমে সেন্সর বোর্ড সিনেমাটির মুক্তি আটকে দেয়। পরে সরকার পরিবর্তনের পর চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পায়। এ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাফি বলেন, সত্য ঘটনা নিয়ে কাজ করতে গেলে নানামুখী চাপ ও প্রতিবন্ধকতা আসেই।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন সেনা কর্মকর্তা নিহত হন। ঘটনাটি দেশজুড়ে তীব্র শোক ও আলোড়নের সৃষ্টি করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিদ্রোহের অনেক দিক আজও রহস্যে ঘেরা।

রায়হান রাফির এই আগ্রহ নতুন করে আলোচনায় এনেছে-বিডিআর বিদ্রোহের অজানা অধ্যায় কি এবার সিনেমার পর্দায় উঠে আসবে?

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক