রাশেদ প্রধান:
১১ দলীয় জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় রাশেদ প্রধান বলেন, “একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল, বহু সরকার দেখেছি। এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। এবার দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই। এবার ডা. শফিকুর রহমানকে দেখতে চাই।”
তিনি আরও জানান, নেতাকর্মীরা নতুন প্রধানমন্ত্রীর প্রার্থী নিয়ে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে। রাশেদ প্রধান বলেন, “নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন, আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনও কবুল করেছেন। অতএব, ১২ তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম ডা. শফিকুর রহমান।”
রাশেদ প্রধান জানিয়েছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী ও সরকারের কাজ হবে শাসন নয়, জনগণের সেবা। তিনি বলেন, “আমরা মানবিক নেতাকে ১১ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছি। কমপক্ষে ১৫১টি আসন প্রয়োজন। কুষ্টিয়ার ৪টি আসনের সবকটিতে জয়ী হতে চাই। ৪-০ গোলে বিজয় আমাদের লক্ষ্য।”
কুষ্টিয়ার জনসভায় নেতাকর্মীদের ঢল নামে। এ সময় তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উৎসাহ প্রদর্শন করেন। রাশেদ প্রধান বলেন, “আমাদের লক্ষ্য এক – দেশের জন্য সঠিক নেতৃত্ব এবং মানুষকে সেবা দেওয়া। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জনগণের আস্থা ও বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে সেবা নিশ্চিত করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জোট কাজ করছে। দলীয় নেতা ও কর্মীরা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে এবং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।
রাশেদ প্রধানের ভাষণ থেকে স্পষ্ট, ১১ দলীয় জোটের মূল লক্ষ্য রাজনৈতিক শাসন নয়, বরং জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন। আগামী নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোট সরকার জনগণের সেবায় নিবেদিত থাকবে।
ভিওডি বাংলা/জা







