• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির:

‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার অর্থহীন

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পি.এম.
যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শফিকুর রহমান-ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষ একটি মৌলিক পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তনের পথ রুদ্ধ করতে নতুন ফ্যাসিবাদীরা গণভোটের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে দেশে আর ফ্যাসিবাদ, জবরদখল ও চাঁদাবাজির রাজনীতি চলবে না।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনদের গায়ে হাত তোলে এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে-সেই প্রশ্ন থেকেই যায়।” তিনি অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলেই একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। এই দেশে রাজনীতি হবে জনগণের জন্য, কোনো পরিবার কিংবা গোষ্ঠীর জন্য নয়।”

তিনি আরও বলেন, “একদিকে ফ্যামিলি কার্ড দেখানো হবে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত দেওয়া হবে-এই দ্বিচারিতা চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারও নেই। নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

নিরাপদ বাংলাদেশ গঠন ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের অন্যতম মজলুম দল হলো জামায়াত। টানা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েও এই দলটি মানুষের পাশে থেকেছে।”

বিএনপির দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইলে সহযোগিতা করার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে আমরাও ছেড়ে দেব না। আমাদের জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই।”

দেশজুড়ে বিভিন্ন সিন্ডিকেট জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতায় গেলে সব ধরনের সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে। আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না; বরং দক্ষ করে কর্মমুখী করতে চাই।”

নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, নারীদের জন্য পৃথক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত গণশৌচাগার এবং সব ধর্মের মানুষের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনসভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনের এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং জনগণের কাছে জামায়াতের বার্তা পৌঁছে দিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা