• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়িক সংকটে রূপালি পর্দা থেকে বিরতির ঘোষণা অনন্ত জলিলের

বিনোদন ডেস্ক    ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পি.এম.
স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা-চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল-ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল আপাতত রূপালি পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়িক প্রতিকূলতা ও শিল্প খাতে চলমান সংকটের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিত অনন্ত জলিল বর্তমানে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, বর্তমান বাস্তবতায় চলচ্চিত্রে সময় দেওয়া তার জন্য সম্ভব হচ্ছে না। তার মালিকানাধীন গার্মেন্টস শিল্পে বড় ধরনের সংকট দেখা দিয়েছে, যা সামাল দিতে তার পূর্ণ মনোযোগ প্রয়োজন। একসময় সাভারে অবস্থিত তার কারখানায় প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজারে। এই পরিস্থিতিতে ব্যবসা সচল রাখা ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা করাই তার প্রধান দায়িত্ব বলে জানান তিনি।

অনন্ত জলিল বলেন, “আমি সিনেমা করলেও কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি মূলত একজন বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজখবর রাখতাম। এখন ব্যবসা ভালো অবস্থায় নেই, এই সময় সিনেমায় মনোযোগ দিলে সামনে আরও বড় সংকটে পড়তে হতে পারে।”

নিজের কাজের দর্শন তুলে ধরে তিনি আরও বলেন, সংকটময় সময়ে সমস্যার মূল জায়গায় মনোযোগ দেওয়াই তার স্বভাব। “যখন কোনো কাজে সমস্যা আসে, তখন সেই কঠিন সময় পার করাটাই সবচেয়ে জরুরি। এখন ব্যবসা ঠিক না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরাটা আমার জন্য যুক্তিযুক্ত নয়,”-বলেন এই অভিনেতা।

বর্তমানে অনন্ত জলিলের হাতে থাকা বা নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর কাজও শেষ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সময় ও মানসিক চাপের কারণে চলচ্চিত্রের শুটিংয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে ঢালিউডে অভিষেকের পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে সঙ্গে নিয়েই পর্দায় হাজির হয়েছেন অনন্ত জলিল। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও বর্ষা তার সঙ্গেই থাকছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, শখের জায়গা থেকেই আমরা কাজ করি।”

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ নামে দুটি সিনেমা নির্মাণাধীন রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘চিতা’ সিনেমায় তার অভিনয়ের কথা থাকলেও এখনো শুটিং শুরু হয়নি। ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সব মিলিয়ে, ঢাকাই চলচ্চিত্রে অনন্ত জলিলের এই সাময়িক বিরতি তার ভক্তদের জন্য কিছুটা হতাশার হলেও, বাস্তবতা বিবেচনায় এটি সময়োপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক