সংগীতজগতে চমক
প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেন অরিজিৎ সিং

বড় ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। এমন এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি, যা শুধু তাঁর ভক্তদেরই নয়, পুরো সংগীতজগতকেই হতবাক করেছে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন অরিজিৎ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানান গায়ক নিজেই।
ভারতীয় সংগীতজগতের শীর্ষস্থানীয় শিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠে গান মানেই সিনেমা হিট—এমন বাস্তবতায় আচমকা এই ঘোষণায় বিস্মিত হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেওয়া পোস্টে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অরিজিৎ নতুন বছরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে জানান, তিনি জীবনের নতুন এক সফর শুরু করছেন এবং প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কোনো নতুন কাজ নেবেন না।
পোস্টে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি ঘোষণা করছি, এখন থেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না। এই যাত্রা ছিল অসাধারণ।’
তিনি আরও লেখেন, ‘ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সংগীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজেকে আরও তৈরি করব। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে, সেগুলো শেষ করব। স্পষ্ট করে বলতে চাই—আমি সংগীত তৈরি করা বন্ধ করছি না।’
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া তীব্র হয়ে উঠেছে। অনেকেই হতবাক, আবার অনেকের প্রশ্ন—এটি কি সত্যিই প্লেব্যাক থেকে বিদায়, নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা?
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিৎ সিংয়ের সংগীতযাত্রা। আজ বিশ্বজুড়ে তার অগণিত শ্রোতা। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ভিওডি বাংলা/ আ







