• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা:

তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অবসায়ন-সংক্রান্ত সিদ্ধান্তের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। বন্ধের তালিকায় থাকা পাঁচটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শেয়ারদরে বুধবার একযোগে বড় ধরনের দরপতন দেখা গেছে। সংশ্লিষ্ট সবকটি কোম্পানির শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অনুযায়ী কমেছে। অন্যদিকে, আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া তিনটি এনবিএফআইয়ের শেয়ারদর উল্টো সর্বোচ্চ সীমায় বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক এর আগে মোট ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ দেওয়া হয় এবং বাকি ছয়টি প্রতিষ্ঠানকে অবসায়নের পথে নেওয়ার সিদ্ধান্ত হয়। এই ছয়টির মধ্যে পাঁচটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকায় সিদ্ধান্ত ঘোষণার পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

চূড়ান্তভাবে বন্ধের তালিকায় থাকা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। অপরদিকে, আর্থিক সূচকে উন্নতির সুযোগ পেয়েছে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা অ্যাভিভা ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বন্ধের তালিকায় থাকা ফাস ফাইন্যান্সের শেয়ারদর বুধবার ৮ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯ পয়সায়। একইভাবে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ৭ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৩ পয়সায় নেমে আসে। ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৮ পয়সা বা প্রায় ১০ শতাংশ কমে ৭৪ পয়সায় দাঁড়ায়।

এছাড়া, পিপলস লিজিংয়ের শেয়ারদর ৮ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় নেমেছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারদরও ৭ পয়সা বা প্রায় ১০ শতাংশ কমে ৬৬ পয়সায় দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বড় ধরনের দরপতন সত্ত্বেও এসব শেয়ারে লেনদেনের পরিমাণ ছিল খুবই সীমিত। বাজার সংশ্লিষ্টদের মতে, বন্ধ হওয়ার সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং সে কারণেই এসব শেয়ার কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছেন না।

অন্যদিকে, আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে দেখা গেছে বিপরীত চিত্র। জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর বুধবার ১০ পয়সা বা প্রায় ৬ শতাংশ বেড়ে ১ টাকা ৯০ পয়সায় ওঠে। প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর ১০ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৪০ পয়সায়। একইভাবে বিআইএফসির শেয়ারদর ১০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে।

পুঁজিবাজারের সার্কিট ব্রেকার নীতিমালা অনুযায়ী, এক কার্যদিবসে কোনো শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে। যদিও এই তিনটি প্রতিষ্ঠানের শেয়ারদর ৬ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে, বাস্তবে সেটিই ছিল নির্ধারিত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা।

এর আগে গত সপ্তাহে বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তালিকাভুক্ত ৯টি এনবিএফআইয়ের সবগুলো অবসায়নে যাচ্ছে না। তবে কোন প্রতিষ্ঠান বন্ধ হবে আর কোনটি সুযোগ পাবে-এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এর ফল হিসেবে গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি এনবিএফআইয়ের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান দেখা যায়।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিষ্কার হওয়ায় আপাতত অনিশ্চয়তা কিছুটা কমলেও বন্ধের তালিকায় থাকা কোম্পানিগুলোর শেয়ারে চাপ অব্যাহত থাকতে পারে। অপরদিকে, যেসব প্রতিষ্ঠান উন্নতির সুযোগ পেয়েছে, সেগুলোর ক্ষেত্রে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে ব্যাংকগুলোকে নির্দেশনা
প্রজ্ঞাপন জারি: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে ব্যাংকগুলোকে নির্দেশনা